সেরামকে বড় ধাক্কা কেন্দ্রের ! শিশু শরীরে কোভোভ্যাক্স ট্রায়ালে অনুমতি দিল না কেন্দ্র। জানা যাচ্ছে ২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের শরীরে তাঁদের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়ালে অনুমতি দিচ্ছে না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে এখনই কম বয়সীদের শরীরে এই টিকার অনুমতি মিলবে না । সেই কারণে ১৮ বছরের উর্ধ্বে বয়স এমন ব্যক্তিদের শরীরে এই টিকার প্রয়োগ করে তার রিপোর্টের প্রেক্ষিতেই শিশুর শরীরে তা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহের শুরুর দিকেই ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে ৪৬০ জন ১২-১৭ বছর বয়সি ও ৯২০ জন ২-১১ বছর বয়সিদের উপরে কোভোভ্যাক্সের ট্রায়াল চালানোর অনুমতি চেয়েছিল সিরাম। তবে সেই অনুমতি দিল না ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। ইতিমধ্যেই ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা এই বিষয় তাঁদের কারণ দর্শিয়ে বলেছেন, এখনও পর্যন্ত বিশ্বের কোন দেশে এই কোভোভ্যাক্স টিকা অনুমোদন পায়নি । তবে আগামী দিনে এই টিকা অনুমোদন পেলে , সেবিষয়ে ভেবে দেখবেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য, কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকভ ডি টিকা ইতিমধ্যেই শিশুর শরীরে ট্রায়াল শুরু হয়েছে। আগামী দিনে কোভোভ্যাক্স অনুমোদন পেলেই তা তৃতীয় টিকা হিসেবে স্থান পেতে চলেছে।