প্রধানমন্ত্রীর মিটিংয়ে যোগ না দিয়ে আলাদা করে রিপোর্ট জমা মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 50 Second

বর্তমানে বাংলা এবং উড়িষ্যায় ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডবলীলা চালানোর পর পূর্বঘোষণা মত আজ সর্বপ্রথম উড়িষ্যার বালাসরে যান প্রধানমন্ত্রী। সেখানেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে আলোচনা সেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ক্ষয়ক্ষতি বিবেচনা করে, পশ্চিমবঙ্গের কলাইকুন্ডায়, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য দলীয় আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ের কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত উল্লেখ্য সময় মত সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার ও অন্যান্য আধিকারিকরা। তবে এই মিটিংয়ে উপস্থিত হননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জানতে পারা যাচ্ছে, মূলত বিরোধী দলনেতার উপস্থিতিতেই আজকের রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সকালে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁ, ভাঙর ও সাগরে ইয়াস পরবর্তী পরিস্থিতি দেখে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষয়ক্ষতি সম্পর্কিত সমস্ত তথ্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পাশাপাশি সুন্দরবন এবং অন্যান্য উপকূলবর্তী এলাকায় মোট ক্ষতিগ্রস্থ সম্পত্তির পরিমাণ বিবেচনা করে মোট কুড়ি হাজার কোটি টাকার প্যাকেজ দাবি করেন মুখ্যমন্ত্রী। আজ এই রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ না করলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে ১০ মিনিটের জন্য কথা বলেন তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দিঘার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইয়াস বিধ্বস্ত তিন রাজ্যকে ১০০০ কোটির সাহায্য ঘোষণা মোদীর । এম ভারত নিউজ

ইয়াস বিধ্বস্ত তিন রাজ্যকে ১০০০ কোটি টাকা সাহায্য ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। বুধবার বাংলা ও ওড়িশাকে তছনছ করে দিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। বিপুল ক্ষয়ক্ষতি হয় বাংলা ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে। আজ শুক্রবার আকাশপথে ইয়াস বিধ্বস্ত এলাকায় ক্ষয় ক্ষতির পরিমাণ সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৫মিনিটের […]

You May Like

Subscribe US Now

error: Content Protected