0
0
Read Time:1 Minute, 16 Second
আজ কালীপূজো । সকাল থেকেই কালিঘাট মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মন্দিরে মানুষের জমায়েত লক্ষ করা গেছে । শুরু হয়েছে পুজো অর্চনা। দক্ষিণেশ্বরে স্যানিটাইজ গেটের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের, পিপিইতে মোড়া পুরোহিতরা মায়ের কাজ করছেন । তবে এবছর, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে কালীপুজো উপলক্ষে সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই শুভেচ্ছা জানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। উৎসবের আবহে সকলের সুস্থতার কামনা করার পাশাপাশি সবার উদ্দেশ্যে সতর্কতার বার্তাও পৌঁছে দেন । রাজ্যের প্রতিটি নাগরিকের মোবাইল ফোনে মুখ্যমন্ত্রীর এই সুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে ।