দেশজুড়ে করোনার দাপট হু হু করে বেড়েই চলেছে| তার মধ্যে রাজ্যে নির্বাচন চলছে, এবং এই ভোটের মরশুমেই একের পর এক প্রার্থী প্রয়াত হচ্ছেন করোনার কবলে পড়ে|এবার রাজ্যের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।তিনি সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ফলত নির্বাচন কমিশন এই কেন্দ্রে ২৯ তারিখ ভোট স্থগিত করে দিল।মঙ্গলবার এই নির্দেশিকা জারি হয়েছে, কিন্তু মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রে কবে ভোট হবে, তা এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন| রাজ্যের এই কেন্দ্রে ভোট না হওয়ার ফলে আগামী ২ মে অর্থাৎ ভোটের ফলপ্রকাশের দিন ২৯৪ টি আসনের মধ্যে ২৯১টির ভোটগণনা হবে।এর আগেও বিভিন্ন দলীয় প্রার্থীরা করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, এবার প্রাণ কাড়ল বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের। প্রার্থীর করোনা পজিটিভ ধরা পড়ার পর,রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য মালদহ থেকে কলকাতায় নিয়ে আসা হয়|কিন্তু শেষ রক্ষা হল না আর,পথেই মৃত্যু হয় সমীরবাবুর। বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া।
প্রার্থীর মৃত্যুতে বৈষ্ণবনগরের ভোট স্থগিতের নির্দেশ দিল কমিশন। এম ভারত নিউজ
দেশজুড়ে করোনার দাপট হু হু করে বেড়েই চলেছে| তার মধ্যে রাজ্যে নির্বাচন চলছে, এবং এই ভোটের মরশুমেই একের পর এক প্রার্থী প্রয়াত হচ্ছেন করোনার কবলে পড়ে|এবার রাজ্যের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।তিনি সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ফলত নির্বাচন কমিশন এই কেন্দ্রে ২৯ তারিখ ভোট স্থগিত করে দিল।মঙ্গলবার এই নির্দেশিকা জারি হয়েছে, কিন্তু মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রে কবে ভোট হবে, তা এখনও স্পষ্ট করেনি নির্বাচন কমিশন| রাজ্যের এই কেন্দ্রে ভোট না হওয়ার ফলে আগামী ২ মে অর্থাৎ ভোটের ফলপ্রকাশের দিন ২৯৪ টি আসনের মধ্যে ২৯১টির ভোটগণনা হবে।এর আগেও বিভিন্ন দলীয় প্রার্থীরা করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন, এবার প্রাণ কাড়ল বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের। প্রার্থীর করোনা পজিটিভ ধরা পড়ার পর,রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য মালদহ থেকে কলকাতায় নিয়ে আসা হয়|কিন্তু শেষ রক্ষা হল না আর,পথেই মৃত্যু হয় সমীরবাবুর। বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া।