সপ্তম ও অষ্টম দফার ভোট একসাথে করার আবেদন খারিজ করল নির্বাচন কমিশন। আজ কমিশন স্পষ্টতই জানিয়ে দিল যে সপ্তম এবং অষ্টম দফার ভোট কোনভাবেই একসাথে করতে চায় না তাঁরা।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শেষ দুই দফার ভোট এক দফায় করানোর প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তা যে সম্ভব নয় তা এদিন স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন।
কমিশনের এই সিদ্ধান্তের পর সপ্তম দফা হবে ২৬ এপ্রিল এবং অষ্টম তথা শেষদফা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। আট পর্বের ভোট শেষের পর গণনা ২ মে।
দুটি দফার ভোট একসাথে হলে ৭১ টি আসনে ভোট গ্রহণ করতে হবে একইদিনে। রাজ্যে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে সেই পরিমাণ বাহিনী দিয়ে এতগুলি কেন্দ্রে একসাথে ভোট করা সম্ভব নয় এমনটিই যুক্তি দেখিয়েছে নির্বাচন কমিশনের মূল বেঞ্চ। যার ফলে বাকি ভোট দু’দফায় করার সিদ্ধান্তে অনড় কমিশন।
প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বেশ অনেকগুলি বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যে ৭টার পর প্রচারের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। দুই দফার ভোট একইসাথে করার পরিবর্তে আপাতত কোভিড সুরক্ষা বিধিতেই বেশি নজর দিতে চায় নির্বাচন কমিশন।