হাতে মাত্র আর ক’টা দিন। তারপরেই জাতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করে দেবে। তার আগে থেকেই সব কাজ শেষ করে ফেলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও তার দপ্তরের সব আধিকারিকরা। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে এক জরুরী পর্যায়ের বৈঠক করেন। নির্বাচনের দিন এবং ওই সময়ে যতগুলো বুথ তৈরী হয়েছে সেখানে যেন পানীয় জল, শৌচালয়, ওপরে ছাউনি, বয়স্কদের বসার ব্যবস্থা এবং বিশেষভাবে সক্ষমদের চলার জন্য জায়গা তৈরি করা হয়েছে তার দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়। এ’দিনের বৈঠকে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন বেশিরভাগ দপ্তরের সচিবরা।
যদিও রাজ্যের ৮০৪০৩টি বুথের মধ্যে প্রায় ৯০% বুথের কাজ ইতিমধ্যে সেরে ফেলেছে জেলা নির্বাচনী আধিকারিকেরা বলেই জানা গিয়েছে। বাকি যেখানে যেটুকু কাজ পড়ে আছে তা যেন অবিলম্বে চলতি মাসেই শেষ করে ফেলা হয় তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। পাশাপাশি, এ’দিনই আসন্ন রাজ্যসভার নির্বাচন নিয়ে বিধানসভার সচিব ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।