নভজোৎ সিং সিধু নামটা সবারই জানা। সিধু ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেই ক্রিকেট জীবন থেকে শুরু করে রাজনৈতিক ময়দান সবক্ষেত্রেই বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার তিনি নতুন করে পাঞ্জাব সরকারের বিদ্যুৎ বিভ্রাট বিতর্কে জড়িয়ে পড়লেন। গত কয়েক বছর ধরেই পাঞ্জাবে বিদ্যুৎ চুরির পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। ফলে শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে টুইটারে খোঁচা মেরে আক্রমনাত্মক পোস্ট করেন নভজোৎ।
এর পরেই পাঞ্জাব সরকার সিধু পাজির অমৃতসরের বাড়িতে ৮ লক্ষ ৬৭ হাজার ৫৪০ টাকা বকেয়া বিলের নোটিশ পাঠায়।
সরকারের বিবৃতিতে এও জানানো হয়েছে নভজোৎ সিং সিধু ২০২০ সালে বকেয়া প্রায় ১৭ লক্ষ্য টাকা বিদ্যুৎ বিল জমা করেননি। পাঞ্জাব সরকার তার বাড়িতে বারবার নোটিশ পাঠানোর পরও মাত্র ১০ লক্ষ টাকা বকেয়া বিল মিটিয়েছেন তিনি। এই বিতর্কিত ব্যাপার নিয়ে পাঞ্জাবের বিদ্যুৎ সংস্থা কোন মন্তব্য করেনি।