করোনার গ্রাফ ঊর্দ্ধমুখী, মেয়াদ বাড়ছে ওয়ার্ক ফ্রম হোমের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 57 Second

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব। রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বগামী। প্রথম ঢেউয়ের প্রভাব কাটতে না কাটতেই বিভিন্ন সংস্থা ওয়ার্ক ফ্রম হোম বন্ধ করে কর্মচারীদের অফিসে এসে কাজ করতে বলেছিল । তবে ফের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের কবলে গোটা বিশ্ব। সেই কারণেই সংক্রমণ এড়াতে এই পরিস্থিতিতে দেশের একাধিক সংস্থা ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ আরও বাড়াচ্ছে । পাশাপাশি যাঁরা অফিসে আসতে শুরু করেছিলেন তাঁদেরকে আবার বাড়িতে থেকে কাজ করারই পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। তথ্য অনুসারে জানা যাচ্ছে, দ্বিতীয় ঢেউয়ের পর সর্বোচ্চ সংক্রমণ হয়েছে গত কয়েকদিনে।

মঙ্গলবার দেশজুড়ে একসঙ্গে ১ লক্ষ ৭ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হলেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্বাস্থ্য সম্পর্কিত সর্বভারতীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারই করোনা নিয়ে ফের একবার রাজ্যগুলিকে সতর্ক করে দেয় কেন্দ্র। আগামী চার সপ্তাহ গোটা দেশের কাছেই ‘অত্যন্ত উদ্বেগের’ বলে জানায় কেন্দ্রীয় সরকার। প্রায় প্রতিটি রাজ্যে সংক্রমণের হার বাড়তে থাকায় একাধিক রাজ্যে করোনাবিধি মেনে চলার ব্যাপারে কড়াকড়ি করেছে। দেশের রাজধানীতে নাইট কারফিউ জারি করে সংক্রমণে লাগাম টানার চেষ্টা চলছে । ভ্যাকসিন তৈরি হওয়ার আগে পর্যন্ত বেশ কয়েকটি সংস্থা, নিজেদের কর্মীদের শারীরিক সুবিধার স্বার্থে বাড়ি থেকেই কাজ করার কথা জানায় ।

শুধু বেসরকারি নয় পাশাপাশি বেশ কয়েকটি সরকারি দফতরেও বাড়ি থেকেই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কয়েকটি সংস্থা তাঁদের কর্মীদের নিজস্ব গাড়ি বা বাইকে অফিসে এসে কাজ করার পরামর্শ দিয়েছিল। দেশে বর্তমানে করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিতে শুরু করায় সেই সিদ্ধান্তেও বদল আনলেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা যেমন “পার্লে প্রডাক্ট”,” টাটা মোটরস”, “মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা”, “ক্রিয়েট এন্ড অ্যাক্সিস ব্যাঙ্ক” করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণকে কাটিয়ে উঠতে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে ফিরছে।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল বলেন, ‘দেশে এখন ভয়াবহ পরিস্থিতি। জনসংখ্যার একটা বড় অংশের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে’। তাঁর কথায়, ‘করোনাকে ঠেকাতে প্রত্যেক দেশবাসীকে এক জোট হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ৪ সপ্তাহ খুবই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে ভারত। শুধরে যান এখনই। নয়ত দেরি হয়ে যাবে’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতায় । এম ভারত নিউজ

বিগত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী। এবার এই তীব্র দাবদাহের মধ্যেই শহরবাসীর জন্য কিছুটা আশার খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা শহরে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র কলকাতা নয় হাওড়া হুগলি এবং দুই ২৪ পরগনাতেও কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত […]

You May Like

Subscribe US Now

error: Content Protected