কর্নাটকে শিথিল হল করোনার বিধিনিষেধ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

শিথিল হল করোনার বিধি নিষেধ ! শনিবার কর্নাটকের করোনার বিধিনিষেধের শীতলতা নিয়ে এলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদিউরাপ্পা। জানা যাচ্ছে করোনাকালে দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরোপ করা বিধিনিষেধের ওপর বেশ কিছু ছাড় নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে এরই অংশ হিসেবে সরকারি দপ্তর গুলিতে কর্মসংস্থান এবং জনসাধারণের জন্য তা পুনরায় খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়া সোমবার থেকে সমস্ত পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ১০০% যাত্রী নিয়ে চলাচল করানো যাবে। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী নৈশ্য কারফিউ রাত্রি নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আরোপিত থাকবে ,তবে সেক্ষেত্রে সপ্তাহিক লকডাউন তুলে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য কর্ণাটক সরকারের তরফে যে নতুন শিথিলতা এবং বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে তা আগামী ১৫ দিনের জন্য জারি থাকবে। তাছাড়াও জানানো হয়েছে পরবর্তীতে পরিস্থিতির ওপর নির্ভর করে জেলা প্রশাসন আরও বিধি-নিষেধ প্রয়োগ করতে পারে। কর্ণাটক সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে থিয়েটার, সিনেমা হল, এবং পাব গুলি আগামী দিনেও বন্ধ থাকবে। তবে প্রতিযোগিতামূলক প্রশিক্ষণের জন্য সুইমিংপুল গুলি পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম গুলিকে শুধুমাত্র অনুশীলনের ক্ষেত্রে খোলার অনুমতি দেওয়া হয়েছে কর্ণাটক সরকারের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উচ্চপ্রাথমিকে ইন্টারভিউ তালিকা প্রকাশ করার বিষয়ে বড় সিদ্ধান্ত ! এম ভারত নিউজ

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ আধিকারিকদের। এই নিয়ে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তৎপরতার সঙ্গে কাজ শুরু করা হয়েছে। গত কয়েক দিনে বেশ কয়েক দফায় বৈঠক […]
state_89

Subscribe US Now

error: Content Protected