নড়ে উঠল মৃতদেহ ? অদ্ভুতুড়ে ঘটনায় চাঞ্চল্য এলাকায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 1 Second

শ্মশানে হঠাৎ করেই নড়ে উঠলো মৃতদেহ। শুক্রবার এমনই তাজ্জব ঘটনায় হতবাক গোটা এলাকা। ঘটনাটি তারাপীঠ মহাশ্মশানের। শুক্রবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় এলাকার বাসিন্দা ৮০বছরের সরস্বতী চক্রবর্তীর। বামদেবপল্লীর বাসিন্দা এই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃদ্ধাকে নিয়ে তারাপুর স্বাস্থ্যকেন্দ্রে কাছে যায় পরিবার। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বাড়ি ফিরিয়ে আনার পর অবস্থার আরো অবনতি ঘটে বৃদ্ধার। এরপর শুক্রবার ভোরেই মৃত্যু হয় তাঁর। পরিবারের লোকজন এরপর শবদাহের জন্য মৃতদেহ তারাপীঠ মহাশ্মশানে নিয়ে গেলে চিতা সাজানোর সময় অনেকেই দাবী করেন তাঁরা নাকি দেখেছেন যে বৃদ্ধা নিজেই হাত ভাঁজ করছেন,পা নাড়িয়েছেন। এরপরই এলাকায় দাবানলের মতন ছড়িয়ে পড়ে খবর। এমন তাজ্জব ব্যাপার দেখার লোভে শ্মশানে ভীড় করতে শুরু করেন সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানার পুলিশ। বৃদ্ধা আদৌ জীবিত কিনা তা জানতে দেহ রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ।

মৃতার নাতি কাজল বন্দ্যোপাধ্যায় বলেন “শ্মশানে মুখাগ্নির সময় কেউ কেউ বলছেন ঠাকুমা জীবিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে গুজব কর্পূরের মতো ছড়িয়ে পড়ল। আমরা ডাক্তার নিয়ে এসেছিলাম। ডাক্তারের সহকারী সব দেখে বললেন উনি জীবিত নেই।” এদিকে গুজব ছড়িয়ে পড়ায় পুলিশ জানায়, সরকারিভাবে মৃত্যু শংসাপত্র না পাওয়া পর্যন্ত দাহ করা যাবে না।

স্থানীয় চিকিৎসক দেবাশিস চট্টোপাধ্যায় জানিয়েছেন, “খবর পেয়ে আমি শ্মশানে গিয়েছিলাম। অক্সিমিটার দিয়ে পরীক্ষানিরীক্ষা করার পর দেখলাম দেহে প্রাণ নেই। ওদের পরিবারের কেউ ভেবেছিলেন উনি জীবিত রয়েছেন। কিন্তু সেটা ঠিক নয়। পুলিশ এসে মৃতদেহ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার গ্রাসে এভারেস্ট, আক্রান্ত পর্বোতারোহী । এম ভারত নিউজ

করোণা রেহাই দিলনা বিশ্বের উচ্চতম শৃঙ্গকেও। গোটা পৃথিবীতে দাপিয়ে বেড়ানোর পর ইতিমধ্যেই সে পৌঁছে গেছে উচ্চতম শিখর এভারেস্টেও। নরওয়ের এক এভারেস্ট অভিযাত্রী সম্প্রতি সংক্রামিত হয়েছেন করোনায়। যার ফলে বাকি পর্বতারোহী এবং ‘ট্রেকার’ দের সংক্রমিত হওয়ার সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া যাচ্ছেনা কিছুতেই। সূত্রের খবর, নরওয়ের ওই পর্বতারোহীর নাম আর্নেল্ড নেস। সংবাদসংস্থাকে তিনি […]

Subscribe US Now

error: Content Protected