সুখবর ভারতীয় মেট্রো যাত্রীদের জন্য। দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো ছুটবে রাজধানীর বুক চিড়ে। দিল্লির জনকপুরী (পশ্চিম) থেকে শুরু করে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার রাস্তা পারি দেবে ভারতের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো। ২৮ এ ডিসেম্বর স্বয়ংক্রিয় মেট্রোরেল পরিসেবা উদ্বোধন হবে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর হাত ধরে। প্রথমবার স্বয়ংক্রিয় মেট্রো যাত্রা উপভোগ করতে হয়তো অনেক আগ্রহী দিল্লিবাসীর সমারোহ ঘটবে মেট্রো স্টেশনে।
স্বয়ংক্রিয় মেট্রো ,উত্তেজনার বিষয় তো বটেই। তবে পাশাপাশি মাথা রাখা হচ্ছে COVID -19 এর সংক্রমণ নিয়ন্ত্রনের গাইড লাইন। স্বীকৃতি পাচ্ছেনা টোকেন বিক্রির অনুমোদন, পরিবর্তে ব্যাবহার হবে গতিশীলতা কার্ড। কেন্দ্রের এই ঘোষণা যাত্রিজীবনে এনে দিয়েছে এক স্বস্তির নিঃশ্বাস । পাশাপাশি বাড়বে সুরক্ষা, বাঁচবে সময়। অপেক্ষাকৃত দিল্লিবাসীর মুখ হাসি ফুটবে ২৮ এ ডিসেম্বর।