সুব্রতদার মৃত্যু আমার কাছে অনেক বড় দুর্যোগ : মমতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 19 Second

দীপাবলি দিনেই না ফেরার দেশে চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়। এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেসের দলীয় পরিকাঠামোর একটা ভিত্তি স্তম্ভ আজ হুরমুড়িয়ে ভেঙে গেল। ইতিমধ্যেই এই খবর পাওয়া মাত্রই শোকোস্তব্ধ হয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে নানা বিপদের সম্মুখীন হয়েছেন তিনি। নিজের জীবনের নানা উত্থান-পতনে দেখেছেন। তবে যে কোনও বিপদেই দাদার মত পাশে পেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়কে। তাই সুব্রত মুখোপাধ্যায়ের নিথর দেহটিকে সামনে থেকে মেনে নিতে পারবেন না তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুক্ষণ আগেই না ফেরার দেশে চলে গিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। আজ সারা শহর সহ গোটা দেশ সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। মুখ্যমন্ত্রীর বাড়িতেও পূজিত হচ্ছেন মা কালী। আর তারই মধ্যে এই বিপত্তির খবর শুনে শোকোস্তব্ধ হয়ে পড়েছেন তৃণমূলের এই দাপুটে নেত্রী। তিনি বলেন, ‘অনেক দুর্যোগ দেখেছি। কিন্তু সুব্রতদার মৃত্যু আমার কাছে অনেক বড় দুর্যোগ। আমি কিছু বলার মত পরিস্থিতিতে নেই। এত হাসিখুশি একজন মানুষ। পরিবার, নিজের বিধানসভা কেন্দ্র, দল, ক্লাব অন্তপ্রাণ একজন মানুষ। আর কেউ এমন হবে না। আমি গোয়া থেকে ফিরেই হাসপাতালে আসি। সেদিনও আমার সঙ্গে দেখা হল, হাসল। বলল আমি আবার জেলায় জেলায় যাব। সন্ধ্যেয় বলল ভাল আছেন। কালকে ছেড়ে দেওয়ার কথা ছিল। এর মধ্যেই বিরাট হার্ট অ্যাটাক হয়ে গেল। কিছু করা গেল না।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রবীন্দ্রসদনে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন সুব্রত মুখোপাধ্যায়কে । এম ভারত নিউজ

ইতিমধ্যেই রবীন্দ্রসদনে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। জানা যাচ্ছে, আজ সেখানেই তাঁর শেষ শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হবে। আজ সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত থাকবে সুব্রত মুখোপাধ্যায় দেহ। রাজনৈতিক স্তরের এই নক্ষত্র পতনের স্বভাবতই মর্মাহত বিভিন্ন রাজনৈতিক দলের প্রাক্তন কর্মী সমর্থকরা । আজ তাঁর এই শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অনুষ্ঠানে […]

Subscribe US Now

error: Content Protected