করোনা আবহে আক্রান্ত হয়ে নক্ষত্র পতন হল সংগীতজগতের বিখ্যাত সঙ্গীত শিল্পীর। করোনায় আক্রান্ত হয়েছিলেন পণ্ডিত রাজন মিশ্র। হার্ট অ্যাটাকে প্রয়াত হলেন সমকালীন ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত রাজন মিশ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। করোনা আক্রান্ত হওয়ার পরে দিল্লির সেন্ট স্টিফেন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরিবার সূত্রে জানানো হয়েছে বার্ধক্যজনিত কারণে বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । তারপর তাঁর অসুস্থতার পরিমাণ বাড়লে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
রবিবার তাঁর পরিজন সংবাদমাধ্যমকে জানালেন, কোভিডে আক্রান্ত রাজনকে শুক্রবার ভর্তি করা হয় দিল্লির সেন্ট স্টিফেন্স হাসপাতালে। শনিবার রাত থেকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। বিকল হয়ে পড়ে কিডনিও। রবিবার সকালে ডায়ালিসিস করার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় খোঁজ পড়ে ভেন্টিলেটরের। কিন্তু ওই হাসপাতালে একটিও ভেন্টিলেটর খালি ছিল না এদিন। রাজনের পরিজন ভেন্টিলেটর জোগাড়ের মরিয়া চেষ্টা চালান। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টুইট করে তাঁরা ভেন্টিলেটর খোঁজ শুরু করেন। রবিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মভূষণ প্রাপক স্বনামধন্য এই গায়ক।
তবে এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই স্বনামধন্য ব্যক্তি এবং গায়ক এর পরিবার তাঁদের দাবি সঠিক সময়ে ভেন্টিলেটর পাঠানো গেলে হয়তো আজও বেঁচে থাকতেন তিনি। স্বনামধন্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি টুইটে লেখেন, “পন্ডিত রাজন মিশ্রের মৃত্যু শিল্প ও সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।”