নিজস্ব সংবাদদাতা, বীরভূম :
ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ কর্মীরা। জানা যাচ্ছে করোনাকালে দীর্ঘদিন ধরে ইন্সেন্টিভ পাননি তাঁরা। আর সেই কারণেই বকেয়া ইন্সেন্টিভের দাবিতে এবার সিউড়িতে ডেপুটি ডিরেক্টরকে একটি ডেপুটেশন দিলেন। গত কয়েকদিন ধরে নানা কারণে খবরের শিরোনামে রয়েছে বীরভূমের সদরসহ সিউড়ি। আর এরই মধ্যে সরকারের গাফিলতির দিকটি তুলে ধরে, তাঁদের বকেয়া অর্থ দেওয়ার জন্য আবেদন জানালেন প্রাণী সম্পদ বিকাশ কর্মীরা। রাজ্য জুড়ে প্রায় ১৪ হাজার কর্মী এই প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অন্তর্গত।
করোনাকালের এই কঠিন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ইন্সেন্টিভ না পাওয়ায় নানা সমস্যায় ভুক্তভোগী হতে হচ্ছে তাঁদের। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা ইন্সেন্টিভ বাবদ পেয়েছিলেন তাঁরা। তবে মার্চ মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত গত কয়েক মাসের বকেয়া অর্থ এসে পৌঁছয়নি তাঁদের আ্যকাউন্টে। ফলে স্বভাবতই নুন আনতে পান্তা পোড়াচ্ছে এই কর্মীদের। তাঁদের দাবি দীর্ঘদিন ধরে তাঁরা তাঁদের বকেয়া টাকা না পাওয়ার কারণে অভুক্ত অবস্থায় রয়েছেন। অবিলম্বে যাতে এই টাকা তাঁদের মিটিয়ে দেওয়া হয়, তাঁর জন্য তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করতে এই ডেপুটেশন দিচ্ছেন। ডেপুটেশন জমা দেয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে আবেদন জানান তাঁরা। তাঁরা বলেন অনুগ্রহপূর্বক এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেরণ করার জন্য।