দমদমে খোলা ম্যানহোলে পড়ে মর্মান্তিক মৃত্যু অটোচালকের। এম ভারত নিউজ

admin

মহানগরীতে ম্যানহোলে পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে। ম্যানহোলটির ঢাকনা খোলা থাকাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলেই অভিযোগ মৃতের পরিজন এবং প্রত্যক্ষদর্শীদের। জানা গিয়েছে, মৃত পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির নাম রঞ্জন সাহা।

0 0
Read Time:2 Minute, 3 Second

মহানগরীতে ম্যানহোলে পড়ে মৃত্যু ঘটল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দমদম সেভেন ট্যাঙ্কের কাছে। ম্যানহোলটির ঢাকনা খোলা থাকাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলেই অভিযোগ মৃতের পরিজন এবং প্রত্যক্ষদর্শীদের। জানা গিয়েছে, মৃত পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির নাম রঞ্জন সাহা। পেশায় অটোচালক রঞ্জন শুক্রবার রাতে যখন বাড়ি ফিরছিলেন তখনই অসতর্কতাবশত পড়ে যান ওই ম্যানহোলে। প্রতক্ষ্যদর্শীদের অভিযোগ, ওই ম্যানহোলের ঢাকনা আগে থেকেই ছিল খোলা। তাঁর চিৎকার শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপর তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ম্যানহোলের ঢাকনা আগে থেকেই খোলা ছিল। তা দেখতে না পেয়েই ম্যানহোলে পড়ে যান ওই রঞ্জন। রঞ্জনের পরিবারের লোকেদের অভিযোগ, পুরসভার গাফিলতির জন্যেই ম্যানহোল খোলা থাকার জন্যই এ রকম দুর্ঘটনা ঘটে একজনের প্রাণহানি হল। রঞ্জনের এই মৃত্যুর জন্য পুরসভার গাফিলতিকেই দুষছে তাঁর পরিবারের লোকেরা। রঞ্জনের এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। রঞ্জনের স্ত্রী জানান, “সংসারে একমাত্র উপার্জনকারী ছিল আমার স্বামী। এখন কী করে সংসার চলবে তা বুঝতে পারছি না। আমকে একটা চাকরি দিলে খুব উপকার হত।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মণিপুর জঙ্গি হামলায় নিন্দা প্রকাশ এন বিরেন সিংয়ের । এম ভারত নিউজ

মনিপুরের চুরাচন্দ্রপুর জেলায় আসাম রাইফেল ফ্যাক্টরিতে হঠাৎই হামলা করে জঙ্গিরা। যার ফলে আচমকাই মৃত্যু হয় এক কমান্ডিং অফিসার সহ ৪ জন জওয়ানের। ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। প্রসঙ্গত উল্লেখ্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটি টুইটের মাধ্যমে তিনি জানান, ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করছি। শুধু […]

Subscribe US Now

error: Content Protected