নিজস্ব প্রতিনিধি, বীরভূম : করোনার কঠিন পরিস্থিতির মোকাবিলায় এবার বীরভূমের সিউড়ির ডিএসএ গ্রাউন্ডে থাকা ইনডোর স্টেডিয়ামকে করোনা সেফ হোম করার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন। জানা যাচ্ছে আগামী ১০ তারিখ থেকেই এই সেফহোমে সুবিধা চালু করা হতে চলেছে। প্রথমে চল্লিশটি বেডের সংস্থান করা হবে সেখানে। পরবর্তীতে তা প্রয়োজনমতো বাড়ানো যেতে পারে বলেই জানিয়েছেন ডিএসএ সম্পাদক বিদ্যাসাগর সাউ। জেলায় উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই বিষয়ে জেলার প্রশাসনিক এবং স্বাস্থ্য আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেছেন। গতকালই পরিদর্শনের পাশাপাশি কোথায় থাকার জায়গা এবং রান্নার সুবিধা করা হবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিএসএ সম্পাদক বিদ্যাসাগর সাউ। মূলত করোনার এই কঠিন পরিস্থিতি সামাল দিতে এত বড় ইনফ্রাস্ট্রাকচারটি যদি কোনো ভাবে ব্যবহার করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে বহু মানুষ একত্রে সুবিধা ভোগ করতে পারবেন।প্রসঙ্গত উল্লেখ্য, জানা যাচ্ছে যে সকল করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে পর্যাপ্ত জায়গা নেই অর্থাৎ যে সমস্ত রোগীর বাড়িতে একটি ঘরেই একাধিক ব্যক্তির বসবাস এবং তাঁদের মধ্যে একজন করোনা আক্রান্ত হলে বাকিদেরও করোনা আক্রান্তের সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে খুশি সিউড়িরবাসী ।