আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। এ’দিন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই আগামী বছর ১৪ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে জানান ব্রাত্য।
এ’বার যেমন শুক্রবার থেকে মাধ্যমিক শুরু হয়েছিল, ২০২৫ সালেও সেই শুক্রবার থেকেই পরীক্ষা শুরু হবে। শনিবারই হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। তারপর যে-যে বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই ধাঁচেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
২০২৫ সালে মাধ্যমিকের কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, সেটার পূর্ণাঙ্গ সূচি দেখে নিন –
১) ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার): প্রথম ভাষা।
২) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): দ্বিতীয় ভাষা।
৩) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
৪) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
৫) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
৬) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
৭) ২২ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
৮) ২৪ ফেব্রুয়ারি (সোমবার): ঐচ্ছিক বিষয়।