0
0
Read Time:1 Minute, 34 Second
কাটল না জট। নবান্নের পুনরাবৃত্তি ঘটল কালীঘাটে। এই অচলবস্থার শেষ কোথায়- উঠছে প্রশ্ন। শনিবার দুপুরে আচমকা সবাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী। তারপর কর্মবিরতি কাটাতে আহ্বান জানান। এরপর বিকেলের দিকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইমেল করে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। প্রতিবাদীদের আলোচনার প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় রাজ্য। ঠিক হয়, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হবে আলোচনা।
সেইমত এ দিন সন্ধ্যা ৬ টা ৪৪মিনিট নাগাদ কালীঘাটে পৌঁছায় প্রতিবাদী চিকিৎসকদের প্রতিনিধি দল। কিন্তু শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার এবং ভিডিও রেকর্ডিং ঘিরে বাধল জট। ভেস্তে গেল প্রশাসন এবং প্রতিবাদীদের আলোচনা। আড়াই ঘন্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।