Read Time:1 Minute, 24 Second
মহামারী সংশোধন বিল ২০২০ আসলে রাজ্যের সাংবিধানিক ক্ষমতায় কেন্দ্রীয় হস্তক্ষেপ। শনিবার রাজ্যসভায় এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের মহামারী সংক্রমণ সংশোধনী বিল-২০২০ প্রসঙ্গে অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিনই রাজ্যসভায় মহামারী সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তারপরই বিল সংক্রান্ত বিতর্কে যোগ দিয়ে ডেরেক বলেন, “এতদিন পর আপনারা স্বাস্থ্যকর্মীদের কথা ভাবছেন? বাংলায় ২০০৯ সাল থেকে মেডিকেয়ার সার্ভিস প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি অ্যাক্ট আছে। সেটার কী হবে? আসলে বিলটা হল রাজ্যগুলির সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ করা।” পরে তৃণমূল সাংসদের পরামর্শ, “আপনারা সাংবিধানিক চৌকাঠ পেরোতে পারেন না, আপনারা আপনাদের কাজ করুন, মুখ্যমন্ত্রীদের তাঁদের কাজ করতে দিন।”
