টোকিও অলিম্পিকের ব্যর্থতা, হতাশায় ভিনেশ ফোগাট । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

টোকিও অলিম্পিকে ব্যর্থতার ফলে হতাশার শিকার হয়েছেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি জানিয়েছেন আগামী দিনে কুস্তির ময়দানে ফেরার বিষয়ে তিনি এখনও পর্যন্ত নিশ্চিন্ত নন। টোকিও অলিম্পিকের ভয়াবহ ব্যর্থতার হতাশা এখনও পর্যন্ত সম্পূর্ণ ভাবে কাটিয়ে উঠতে পারেননি ভারতীয় কুস্তিগীর। রিও অলিম্পিকের পর, টোকিও অলিম্পিকে যোগদানের সময় ফ্রি স্টাইল কুস্তিগীর হিসেবে শীর্ষস্থানে ছিলেন ভিনেশ ফোগাট। বেলারুশিয়ান ভানেসা কালাদজিনস্কায়া তাঁকে কোয়ার্টার ফাইনালে হতবাক করে দেয় । তার কাছে এই ভয়াবহ থেকে এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না তিনি। ইতিমধ্যেই ফোগাটের বিরুদ্ধে “অনুশাসনের” অভিযোগ আনা হয়, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে।

টোকিও অলিম্পিকে ভারতের নিরজ চোপড়ার সাফল্য নিয়ে আনন্দে মেতে উঠেছিল দেশ। তবে এতেও নিজের পরাজয়ের কষ্ট ভুলতে পারেননি তিনি। এই প্রসঙ্গে এক বিখ্যাত সংবাদ পত্রিকায় তিনি লিখেছেন, “আমি জানতাম যে ভারতে আপনি যত দ্রুত ওঠেন ততই পড়ে যান। একটি পদক (হারানো) এবং সবকিছু শেষ।” তিনি আরও লেখেন, “আমি জানি না আমি কখন ফিরব। হয়তো আমি পারব না। আমার মনে হয় আমি সেই ভাঙ্গা পা দিয়ে ভালো ছিলাম। আমার কিছু সংশোধন করার ছিল। এখন আমার শরীর ভাঙেনি, কিন্তু আমি সত্যিই ভেঙে গেছি। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের বাড়ল বিমান ভাড়া । এম ভারত নিউজ

করোনাকালীন কঠিন পরিস্থিতিতে বিমানযাত্রার ওপর নয়া নির্দেশিকা জারি করল অসামরিক উড়ান মন্ত্রক। জানা যাচ্ছে, আজ থেকে বিমানযাত্রার জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। করোনা কালীন কঠিন পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই, বিমানে ৮০% যাত্রী নিয়ে বিমানযাত্রা করানো হচ্ছিল। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরেই লোকসান হচ্ছিল অসামরিক বিমান কোম্পানিগুলির। আর […]

Subscribe US Now

error: Content Protected