টোকিও অলিম্পিকে ব্যর্থতার ফলে হতাশার শিকার হয়েছেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি জানিয়েছেন আগামী দিনে কুস্তির ময়দানে ফেরার বিষয়ে তিনি এখনও পর্যন্ত নিশ্চিন্ত নন। টোকিও অলিম্পিকের ভয়াবহ ব্যর্থতার হতাশা এখনও পর্যন্ত সম্পূর্ণ ভাবে কাটিয়ে উঠতে পারেননি ভারতীয় কুস্তিগীর। রিও অলিম্পিকের পর, টোকিও অলিম্পিকে যোগদানের সময় ফ্রি স্টাইল কুস্তিগীর হিসেবে শীর্ষস্থানে ছিলেন ভিনেশ ফোগাট। বেলারুশিয়ান ভানেসা কালাদজিনস্কায়া তাঁকে কোয়ার্টার ফাইনালে হতবাক করে দেয় । তার কাছে এই ভয়াবহ থেকে এখনও পর্যন্ত মেনে নিতে পারছেন না তিনি। ইতিমধ্যেই ফোগাটের বিরুদ্ধে “অনুশাসনের” অভিযোগ আনা হয়, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে।

টোকিও অলিম্পিকে ভারতের নিরজ চোপড়ার সাফল্য নিয়ে আনন্দে মেতে উঠেছিল দেশ। তবে এতেও নিজের পরাজয়ের কষ্ট ভুলতে পারেননি তিনি। এই প্রসঙ্গে এক বিখ্যাত সংবাদ পত্রিকায় তিনি লিখেছেন, “আমি জানতাম যে ভারতে আপনি যত দ্রুত ওঠেন ততই পড়ে যান। একটি পদক (হারানো) এবং সবকিছু শেষ।” তিনি আরও লেখেন, “আমি জানি না আমি কখন ফিরব। হয়তো আমি পারব না। আমার মনে হয় আমি সেই ভাঙ্গা পা দিয়ে ভালো ছিলাম। আমার কিছু সংশোধন করার ছিল। এখন আমার শরীর ভাঙেনি, কিন্তু আমি সত্যিই ভেঙে গেছি। “