0
0
Read Time:1 Minute, 23 Second
গলায় ছুরির কোপ মেরে নিজের মেয়েকেই খুনের চেষ্টা করলেন বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণীর আনন্দপুর এলাকায়। পরিবার সূত্রে খবর,লকডাউনের সময় বাপের বাড়িতেই ছিল সদ্য বিবাহিতা দীপা। মঙ্গলবার রাতে ছোটো ভাইয়ের সাথে সামান্য ঝগড়াঝাটি হয় তার। আর সেই ঝামেলা দেখেই মাংস কাটার ছুরি নিয়ে দৌড়ে আসেন বাবা সুভাষ ভক্ত। এলোপাথাড়ি কোপ বসিয়ে দেন মেয়ের গলায়। দীপার ভাই এবং দীপার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সেখান থেকে উদ্ধার করে দীপাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কল্যাণী জেএমএম হাসপাতালে। অন্যদিকে আজ সকালেই কল্যাণী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন পেশায় সুদের ব্যাবসায়ী সুভাষ ভক্ত। তবে সদ্য বিবাহিতা মেয়েকে আচমকা কেন ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করলেন বাবা, এই প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যায়নি এখনও।