আফগানিস্তানের সম্পূর্ণ দখল নিয়েছে তালিবানরা।ইতিমধ্যেই কাবুল ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি। আর সেই ক্ষমতা শূন্যতাকে কেন্দ্র করেই বিনাযুদ্ধে আফগানিস্তানকে করায়ত্ত করেছে তালিবানি জঙ্গি গোষ্ঠী। তবে তখনও পর্যন্ত হাল ছাড়েননি আফগানিস্তানের অন্যতম মহিলা গভর্নর সালিমা মাজারি। জানা যাচ্ছে কয়েক বছর আগেই তিনজনকে মহিলা গভর্নর হিসেবে বেছে নেওয়া হয়েছিল আফগানিস্তানে। আর তার মধ্যে অন্যতম ছিলেন সালিমা। দেশের পোড়খাওয়া নেতারা যখন দেশ ত্যাগ করেছেন, তখনই বন্দুক হাতে রুখে দাঁড়িয়েছিলেন নিজেই। অবশেষে শেষ রক্ষা হয়নি তাঁর। জানা যাচ্ছে ইতিমধ্যেই বন্দি হয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য বলখা প্রদেশের ছাহার কিন্ট এলাকাটিকে তালিবানদের দখল থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি। তবে অবশেষে হার মানতে হল তাঁকেও। তবে এই প্রথম নয় এর আগেও গতবছর তালিবানি হামলার সময় আফগানের এই নির্ভীক মহিলার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন ১০০ জন বন্দুকধারী তালিবানি জঙ্গি। নিজের এই সাহসের পরিচয়ের কারণে বারবার প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে অবশেষে এই নারী শক্তির পরাজয় ঘটল তালিবানি জঙ্গি গোষ্ঠীর সামনে।