রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ! প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এম ভারত নিউজ

admin

‘ডিভিসি’র জল ছাড়া নিয়ে সমস্ত ক্ষোভ উগরে….

0 0
Read Time:2 Minute, 27 Second

রাজ্যের বন্যা পরিস্থিত নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতিকে ‘ম্যান মেড’ বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। ‘ডিভিসি’র জল ছাড়া নিয়ে সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ‘ডিভিসি’র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সরকার যে এই পরিস্থিতিতে কোনও পদক্ষেপ নিচ্ছে না, সেই অভিযোগও করেছেন তিনি। সমস্ত কিছু নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে দেওয়া চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘২০০৯ সালের পর সব থেকে খারাপ পরিস্থিতির মুখে পড়েছে রাজ্য।’ মমতার আরও বক্তব্য, ‘৫ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে তারা। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। জলবন্দি বহু এলাকা।’ কেন তিনি ‘ডিভিসি’কে দায়ী করছেন, সেই ব্যাখ্যা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ”ডিভিসির জলধারণ ক্ষমতা আগের চেয়ে ৩৬ শতাংশ কমে গেছে। ড্রেজিং না করার জন্য এটি হয়েছে।’

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ‘ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানো হচ্ছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের ফলে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের থ্রেট কালচারের অভিযোগ, ৪০ ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার কাউন্সিলের। এম ভারত নিউজ

শুধু পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে.....

Subscribe US Now

error: Content Protected