Read Time:1 Minute, 18 Second
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইউনিসেফ আয়োজিত বার্ষিক চ্যারিটি ম্যাচে নামার আগে দলের হোয়াটস গ্রুপে যৌনকর্মী আনতে চেয়ে সতীর্থদের প্রস্তাব দিয়েছিলেন আইভোরি কোস্ট ফুটবলার ইয়া ইয়া তৌরে । সেই কারণে দল থেকেই বাদ পড়তে হল প্রাক্তন ম্যাঞ্চেস্টার সিটি মিডফিল্ডারকে । তৌর যদিও দাবি করেছেন তিনি স্রেফ মজাই করতে চেয়েছিলেন, তবে ময়াতাই যে সাজা হয়ে উঠবে তা তিনি ভাবেননি । স্কোয়াডের মহিলা সদস্যদের থেকে ঘটনায় তিরস্কারও শুনতে হয় প্রাক্তন সিটি মিডফিল্ডারকে। সূত্রের খবর, এক নগ্ন মহিলার স্নানের ভিডিও দলের হোয়াটস গ্রুপে পোস্ট করে সতীর্থদের কাছে যৌনকর্মী নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তৌরে । ঘটনায় সমালোচনার ঝড় উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছেন তারকা ফুটবলারটি।
