Read Time:1 Minute, 22 Second
সংকট কাটিয়ে ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন তিনি। শুক্রবার তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করেন চিকিৎসকরা। স্ত্রী ও মেয়ের সঙ্গেও তিনি কথা বলেন। আগামী সোম বা মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে হাসপাতালে সূত্রে খবর।

শনিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। রাইলস টিউবেই তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে তাঁর বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে বলেই জানান চিকিৎসকরা। শরীরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণও অনেকটা নিয়ন্ত্রিত। এদিন সকাল থেকে ফিজিওথেরাপি করানো হয় বুদ্ধদেববাবুর। বর্তমানে রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে। তবে তা ক্ষণিকের জন্য। পরে সরিয়ে দেওয়া হবে।