0
0
Read Time:1 Minute, 11 Second
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মারন ভাইরাস করোনার দ্বিতীয় ঢেউ অতি দ্রততার সাথে আছড়ে পরেছে সারা দেশে।
সারা দেশের ন্যায় আমাদের পশ্চিমবঙ্গেও সংক্রমণের এই মাত্রা বেড়েই চলেছে। এরই মধ্যে এরাজ্যে শনিবার চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব।
আর সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্বাচন কমিশনের তরফে হাওড়ার সমস্ত বুথে সকল ভোটারদের জন্য সামাজিক সুরক্ষা বিধির পাশাপাশি থার্মাল চেকিং করা হচ্ছে। ভোটারদের দেওয়া হচ্ছে পযাপ্ত মাস্ক ও হ্যান্ড গ্লাপস।
হাওড়ার সবকটি বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। তাই সবকিছু মিলিয়ে করোনা বিধি মেনে এখনো অবধি এখানকার ভোটগ্রহণ পর্ব যে খুব ভালোভাবে চলছে, সেকথা বলাই যায়।