
সুখবর। একধাক্কায় বেশ অনেকখানি নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। গত ২৪ ঘন্টায় দেশের দৈনিক করোনা সংক্রমন কমে দাঁড়াল ১ লক্ষে। কমেছে মৃত্যুর হারও। গত ২৪ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ২হাজার ৪২৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। যা আক্রান্তের তুলনায় বেশ কিছুটা বেশি। বেড়েছে সুস্থতার হারও। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশে বিক্ষিপ্ত ভাবে জারি হয় লকডাউন এবং বিভিন্ন নিষেধাজ্ঞা। সেই সমস্ত বিধিনিষেধে যে ফল পাওয়া গেছে সেই প্রমানই দিচ্ছে দেশের করোনা গ্রাফ। অবশেষে আবার করোনার দ্বিতীয় ঢেউ জয় করার স্বপ্ন দেখছে ভারত। এই মুহুর্তে করোনার তৃতীয় ঢেউকে আটকাতে ভারতের একমাত্র হাতিয়ার টিকা। আপাতত ১৮বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ চলছে দেশে। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা, সেই আশঙ্কা থেকেই শিশুদের টিকাকরণের ট্রায়াল চালানো হচ্ছে দিল্লি এইমসে। ট্রায়াল শেষ হলে টিকাকরণের আওতায় আনা হবে শিশুদেরও।