দিল্লির করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশ নিম্নগামী। আর এই মুহূর্তে চলছে রাজধানীর আনলক অবস্থা। ইতিমধ্যেই একটি সাংবাদিক বৈঠক করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামীকাল বিকেল পাঁচটা থেকে আরও শিথিলতা আনা হচ্ছে দিল্লির কার্যত লকডাউনের নিষেধাজ্ঞায়।

সূত্রের খবর অনুসারে জানতে পারা যাচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশে জানানো হয়েছে, আগামী কাল থেকেই সমস্ত বাজার গুলি জোর বিজোড় সংখ্যার পদ্ধতি না মেনেই খুলতে পারা যাবে।পাশাপাশি নয়া নির্দেশ মেনে খোলা যাবে সমস্ত রেস্তোরাঁগুলিও ।তবে তাতে সর্বোচ্চ ৫০ শতাংশ লোককে অনুমতি দেওয়া হবে বলেই জানানো যাচ্ছে । প্রসঙ্গত উল্লেখ্য রেস্তোরাঁ এবং বাজারগুলি খোলা হলেও এখনও পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি।পাশাপাশি বন্ধ রাখা হচ্ছে থিয়েটার,শপিং মলের মত জনবহুল স্থান গুলিও।সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ” আমরা আগামী একটা সপ্তাহ দেখব, যদি সংক্রমনের মাত্রা বৃদ্ধি পায় তাহলে এর থেকেও কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে, নতুবা এই পদ্ধতি জারি থাকবে ।”