করোনাকালীন পরিস্থিতির মাঝেই পুজোর মরসুমে আবারও ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ইতিমধ্যেই করোনা সংক্রমনের মাত্রা দ্রুত হারে বাড়তে শুরু করেছে গোটা রাজ্যে । জানা যাচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় কনটেইনমেন্ট জোন চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে এখনও পর্যন্ত ১০০% টিকাকরণের লক্ষ্যমাত্রা সম্পন্ন করতে পারেনি কেন্দ্র সরকার । আর সেই কারণেই এবার টিকা পাননি এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে দ্রুত টিকাকরণ সম্পন্ন করার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা কালীন পরিস্থিতির মাঝেই দুর্গাপূজাতেও অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত পেয়ে করোনাকে থোড়াই কেয়ার করে রাস্তায় ভিড় জমাতে শুরু করেছিলেন সাধারণ মানুষ। যা দেখে স্বভাবতই চিন্তায় পড়েছিলেন স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞরা। যদিও বিশেষজ্ঞদের এই আশঙ্কা সত্যি হয়েছে ইতিমধ্যেই জানা যাচ্ছে কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গায় সংক্রমনের মাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। মৃতের সংখ্যাও বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই আশার আলো দেখছে স্বাস্থ্য দপ্তর।