Read Time:1 Minute, 20 Second
২১ জানুয়ারি, বৃহস্পতিবারঃ আজ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় রাম মন্দির নির্মাণের জন্য দান করলেন। ৫ লক্ষ ১ টাকার চেক দেন। ড্রাফটের মাধ্যমে এই টাকা দান করেন। আজ রাজভবনে এসেছিলেন বিশ্বহিন্দু পরিষদ আর রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। তাঁদের হাতেই মন্দির নির্মাণের জন্য দান তুলে দেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং ওনার স্ত্রী সুদেশ ধনখড়।

ইতিমধ্যে গত শুক্রবার রাজ্যপাল রামনাথ কোভিন্দ রাম মন্দির নির্মাণের জন্য ৫ লক্ষ ৫ টাকার চেক দান করেন। প্রসঙ্গত রাম মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। তবে মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহের অভিযান গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। এরপর একে একে দেশের নেতা মন্ত্রীরা মন্দির নির্মাণের খাতে চাঁদা দিতে থাকেন।