
বাংলা ভাষা শিখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেজন্য ঘটা করে আয়োজন করা হয়েছে হাতে খড়িরও। সাধারণত সরস্বতী পুজোর দিনকেই আমরা শিশুদের হাতে খড়ির দিন হিসাবে বিবেচনা করি। এক্ষেত্রেও তার অন্যটা হলো না। সরস্বতী পুজোর দিন রাজভবনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের আর সেই অনুষ্ঠানে বাংলা ভাষায় হাতে খড়ি হবে রাজ্যপালের। সেদিন ‘অ-আ-ক-খ’ শিখবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাজভবনে ইস্ট লনে বিকেল ৫টায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। বুধবার রাজভবন সূত্রে এ খবর জানানো হয়েছে। রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পরই সি ভি আনন্দ বোস বাংলাভাষা নিয়ে তাঁর ইচ্ছার কথা জানিয়েছিলেন। বড়দিনে বাংলাভাষায় বই লেখার ইচ্ছেপ্রকাশও করেছিলেন রাজ্যপাল।
এরাজ্যের রাজ্যপাল হয়ে আসার আগেও কলকাতায় বেশ খানিকটা সময় কাটিয়েছেন তিনি। একটি ব্যাংকের কর্তা হিসাবে কলকাতায় ছিলেন। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল ঠিক করেছেন, বাংলায় বই লিখবেন তিনি। তবে রাজ্যপালের হাতে খড়ি কে দেবেন সে বিষয়ে অবশ্য রাজভবনের তরফ থেকে কিছুই জানানো হয়নি।
এর আগের জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে মমতার সম্পর্ক শৈত্যের কথা রাজ্যবাসীর জানা। তবে বর্তমান রাজ্যপালের সঙ্গে যে রাজ্যের সম্পর্ক বেশ মসৃণ, এর প্রমাণ বারবার মিলছে।
আরও পড়ুন