আজ তড়িঘড়ি বিধানসভার স্পিকারকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখর । জানা যাচ্ছে আজ বিকেলে বিধানসভার স্পিকারের সঙ্গে বৈঠক করতে চান তিনি। আজ বিকেল চারটে নাগাদ রাজভবনে উপস্থিত হতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে ইতিমধ্যে একটি টুইটের মাধ্যমে সব বিস্তারিত তথ্য দিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনখর। তিনি জানিয়েছেন স্বপ্রণোদিত ভাবেই তিনি বিধানসভার স্পিকারের সঙ্গে বৈঠক করতে চান। যদিও এই বিষয়ে বিধানসভার স্পিকার জানিয়েছেন রাজভবনে যাওয়ার বিষয়ে আগ্রহী তিনিও। তবে রাজভবনে তরফ থেকে ইতি মধ্যেই তাঁকে কোন আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে কিনা তা দেখবেন তিনি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। যদিও বিধানসভার স্পিকারের সঙ্গে এইরূপ ঝটিকা বৈঠকের ইচ্ছা প্রকাশের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও জুন মাসে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল । মূলত বিধানসভার স্পিকারের কাজে অসন্তোষ প্রকাশ করেই তড়িঘড়ি ডেকে পাঠিয়ে বৈঠক করেছিলেন তিনি। শুধু তাই নয় পাশাপাশি বিধানসভা অধিবেশন শুরুর দিনেই রাজ্যপালের ভাষণের সম্প্রচার কেন মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আর ওদিকে রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ তুলেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।