তড়িঘড়ি রাজভবনে স্পিকারকে ডেকে পাঠালেন রাজ্যপাল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

আজ তড়িঘড়ি বিধানসভার স্পিকারকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখর । জানা যাচ্ছে আজ বিকেলে বিধানসভার স্পিকারের সঙ্গে বৈঠক করতে চান তিনি। আজ বিকেল চারটে নাগাদ রাজভবনে উপস্থিত হতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে ইতিমধ্যে একটি টুইটের মাধ্যমে সব বিস্তারিত তথ্য দিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনখর। তিনি জানিয়েছেন স্বপ্রণোদিত ভাবেই তিনি বিধানসভার স্পিকারের সঙ্গে বৈঠক করতে চান। যদিও এই বিষয়ে বিধানসভার স্পিকার জানিয়েছেন রাজভবনে যাওয়ার বিষয়ে আগ্রহী তিনিও। তবে রাজভবনে তরফ থেকে ইতি মধ্যেই তাঁকে কোন আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে কিনা তা দেখবেন তিনি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। যদিও বিধানসভার স্পিকারের সঙ্গে এইরূপ ঝটিকা বৈঠকের ইচ্ছা প্রকাশের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও জুন মাসে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল । মূলত বিধানসভার স্পিকারের কাজে অসন্তোষ প্রকাশ করেই তড়িঘড়ি ডেকে পাঠিয়ে বৈঠক করেছিলেন তিনি। শুধু তাই নয় পাশাপাশি বিধানসভা অধিবেশন শুরুর দিনেই রাজ্যপালের ভাষণের সম্প্রচার কেন মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আর ওদিকে রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ তুলেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মধ্য চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৫১ । এম ভারত নিউজ

মধ্য চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ক্রমাগত ঊর্ধ্বগামী। ঝেংঝু রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৫১। শুধু তাই নয় পাশাপাশি অন্যান্য সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে, যে এই সংখ্যাটিতে কেবল রাজধানী ঝেংঝু অন্তর্গত হেনান প্রদেশের মৃতের সংখ্যা। পাশাপাশি পার্শ্ববর্তী শহরগুলিতেও বন্যার ভয়াবহ […]
abroad_302

Subscribe US Now

error: Content Protected