নির্বাচন কমিশনারকে জরুরি তলব রাজ্যপালের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 0 Second

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, শুরু হতে চলেছে পুরভোট। আর তার আগেই আবার রাজ্য-রাজ্যপাল সংঘাত বর্তমান রাজ্যে। আগামী উনিশে ডিসেম্বর পুরভোট। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে এই দিন নির্ধারণ করা হয়েছে । তবে পুরো ভোটের আগেই আগামীকাল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। জানা যাচ্ছে আগামীকালের সাক্ষাতে পুরভোটের প্রস্তুতি বিষয়ক তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এছাড়াও সশস্ত্র বাহিনী নিয়োগ করা হতে চলেছে সেই বিষয়ক তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য পুরো ভোটের দিনক্ষণ নির্ধারণ হওয়ার পর থেকেই একাধিকবার ডেকে পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের । এর আগেও ডেকে পাঠানো হয়েছিল সৌরভ দাসকে। জানা যাচ্ছে গত ৪ ডিসেম্বর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট তলব করা হয়েছে । ইতিমধ্যেই রাজ্যপালের অফিস এই সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এখনও পর্যন্ত ওই রিপোর্ট জমা না দেওয়া এবং রাজ্যপালের সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ না করে তৈরি করে ডেকে পাঠানো হল সৌরভ দাসকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নাগাল্যান্ড ইস্যু নিয়ে উত্তাল দেশ, বিবৃতি পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর । এম ভারত নিউজ

নাগাল্যান্ড ইস্যু নিয়ে উত্তাল দেশ। নাগাল্যান্ডের ১৪ জন গ্রামবাসী মৃত্যুর ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে দেশবাসী। পাশাপাশি সেই ঘটনার প্রভাব দেখা দিয়েছে সংসদের অধিবেশনেও । জানা যাচ্ছে, আজ নাগাল্যান্ড ইস্যু নিয়ে বিবৃতি পেশ করতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে আর সেই ইস্যুতে সর্বপ্রথম লোকসভায় বিবৃতি দেবেন তিনি। আজ […]

Subscribe US Now

error: Content Protected