ডেঙ্গু সংক্রমণের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বগামী রাজ্যে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 2 Second

ডেঙ্গু সংক্রমনের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বগামী রাজ্যে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডেঙ্গুর সংক্রমনের ফলে প্রকৃতই জেরবার হয়েছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৮তে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবারে স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত বুলেটিন অনুসারে জানতে পারা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০৩ জন। যদিও পূর্ববর্তী সপ্তাহে সেই সংখ্যা ছিল মাত্র ১৩৫ জন । প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই পৌরনিগমের তরফ থেকে এই বিষয়ে নজরদারি শুরু করা হয়েছে। পাশাপাশি সমস্ত সাধারণ মানুষদের উদ্দেশ্যে নানাভাবে প্রচার চালিয়ে ডেঙ্গু মোকাবেলার বিষয় সম্পর্কে সচেতন করা হচ্ছে ।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার পাশাপাশি কলকাতাতেও ডেঙ্গু আক্রান্ত সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। জানা যাচ্ছে, এক সপ্তাহে ১১৪ জন থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। মূলত , কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে ছোটখাটো খাল এবং জলাভূমি থাকার কারণে বর্ষার জমা জলের ডেঙ্গু মশার সংখ্যা পাচ্ছে। এছাড়াও মানুষের অসচেতনতার কারণে বিভিন্ন জায়গায় জল জমে এই মশা বেড়ে চলেছে। যদিও কিছুদিন আগেই বিধাননগর পৌরনিগমের তরফে করুনাময়ী সংলগ্ন এলাকাগুলিতে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৫০—এ পা ঋতুপর্ণার! শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বুম্বাদা! ৷ এম ভারত নিউজ

উৎসবের মরশুমেই ৫০—এর কোঠায় পা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ আজ তার ৫০তম জন্মদিন৷ টলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী তিনি৷ একসময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ ৯০—এর দশকে প্রায় প্রতিটি ছবিতেই নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাকে৷ আজ তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীও৷ সকালেই নিজের ইনস্টা প্রোফাইলে […]

Subscribe US Now

error: Content Protected