Read Time:1 Minute, 18 Second

শুক্রবার ভোরে বাঁশদ্রোণীর একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যাচ্ছে মৃতা ওই মহিলার নাম ঐন্দ্রি ঘোষ(৩৯)। বিবাহবিচ্ছেদের পর পার্টনারের সঙ্গে ওই বাড়িতেই প্রায় বছর দুয়েক ধরেই থাকতেই তিনি। মৃত ওই মহিলার কাছে কোনো সুইসাইড নোট পাওয়া না গেলেও তাঁর ফোন থেকে একটি অডিও রেকর্ডিং উদ্ধার করেছে পুলিশ। সেখানে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, একথাই বলতে শোনা গেছে মহিলাকে। ঘটনার তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। নিছকই অবসাদ জনিত আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তাই খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হচ্ছে মহিলার লিভ ইন পার্টনার সিদ্ধার্থ চচট্টোপাধ্যায়ের সঙ্গেও।