নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে রং মিলিয়ে উত্তরীয় পরেছিলেন তিনি। পবিত্র অগ্নি যজ্ঞের মাধ্যমে নতুন সংসদ ভবনের পথ চলা শুরু হল। নতুন সংসদ ভবন গড়ে উঠেছে যাঁদের হাত ধরে, তাঁদের উদ্বোধন শেষে
চাদর পরিয়ে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা গোষ্ঠীর উপর এই নির্মাণকাজের ভার দেওয়া হয়েছিল। নতুন সংসদ ভবনে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্পিকার, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। সংসদ ভবন উদ্বোধনের আগে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গল স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে সেঙ্গল স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী পৌঁছনোর পরেই নতুন সংসদ ভবনে সকলের মঙ্গলকামনায় ১৫ মিনিট ধরে পুজো করা হয়।

নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, “সংসদের নতুন বিল্ডিং উদ্বোধনে আমাদের হৃদয় গর্ব, আশা ও প্রতিশ্রুতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। আশা করি দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সংসদ ভবন।” নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে একাধিক বিরোধী দল। এদিন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, “বিরোধী ছাড়া নতুন সংসদ ভবনের উদ্বোধন অসম্পূর্ণ। এর অর্থ হল দেশে কোনও গণতন্ত্র নেই।” ২০টি বিরোধী দল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে। এই দলগুলি হল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, আম আদমি পার্টি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, জেডিইউ, আরজেডি।

এদিন নতুন সংসদের লোকসভা কক্ষে স্থাপিত হল সেঙ্গোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেঙ্গোল স্থাপন করেন। এরপরে তিনি তামিলনাড়ুর বিভিন্ন মঠ বা অধিনমের সন্তদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। লোকসভা কক্ষে স্থাপন করা হয় এই সেঙ্গোল। নতুন সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লাকে সঙ্গে নিয়ে নতুন সংসদ ভবনের চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।