সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে ভারতের পতাকার ছবি ফুটে উঠল নায়াগ্রা জলপ্রপাতে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 15 Second

সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে ভারতের জাতীয় পতাকার ছবি প্রতিফলিত করা হল নায়াগ্রা জলপ্রপাতে। কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে গোটা ভারত। ইতিমধ্যেই সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। সাহায্য আসছে বিভিন্ন দেশের বৈদেশিক মন্ত্রক থেকে। কোন কোন দেশ এগিয়ে আসছে ভ্যাকসিন তৈরির কাঁচামাল প্রেরণের সাহায্য নিয়ে কোথাও আবার অক্সিজেনের মোবাইল ট্যাংকার প্রেরন করা হচ্ছে তবে মানসিকভাবে ভারতীয়দের পাশে এসে দাঁড়াল আরব আমিরশাহী এবং কানাডা। কিছুদিন আগেই আরব আমিরশাহির সর্ববৃহৎ মনুমেন্ট বুর্জ খালিফা গায়ে ভারতের তেরঙ্গা পতাকার ছবি প্রতিফলিত করে মানসিকভাবে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছিল ভারতকে।

গতকাল, নায়াগ্রা পার্কের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, “করোনার কারণে ভারত এখন আক্রান্তের ঢেউ দেখছে। প্রাণহানি দেখছে। ভারতের প্রতি সহমর্মিতা ও সৌভ্রাতৃত্বের নিদর্শনস্বরূপ আজ রাত সাড়ে ৯টা থেকে ১০ টা পর্যন্ত নায়গ্রা জলপ্রপাতকে ভারতের জাতীয় পতাকার রং গেরুয়া, সাদা ও সবুজ রঙে আলোকিত করা হবে।” তবে যদিও এটি প্রথমবার নয় এর আগেও একবার ভারতের স্বাধীনতা দিবসের দিনে পুরো নায়াগ্রা জলপ্রপাত ভারতের জাতীয় পতাকার চিত্রের প্রতিফলন করানো হয়েছিল।

কিছুদিন আগেই আরব অমরশাহীতে যেসকল ভারতীয়দের বাস আছে তাঁদের তরফ থেকে ভারতের প্রতি একটি সৌভ্রাতৃত্বের বার্তা প্রেরণ করা হয়েছিল । সেখানে বলা হয়েছিল ,” স্টে স্ট্রং ইন্ডিয়া। ভারত কোভিড-১৯ এর বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ করছে। বন্ধু সংযুক্ত আরব আমিরাশাহী ভারতের পাশে আছে। ভারতকে শুভেচ্ছা জানাচ্ছে। দুবাইয়ের বুর্জ খালিফায় ভারতের সমর্থন প্রদর্শন করছে।” শুধু আরব, কানাডা নয় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, লন্ডন, জার্মানি ,চীন, জাপান, ভুটান, বাংলাদেশ প্রভৃতি দেশগুলি। আশা করা যায় এভাবে সমস্ত দেশের সহযোগিতা পেলে একদিন প্রাণ খুলে নিশ্বাস নেবে গোটা ভারত এবং ভারতবাসী।সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে ভারতের পতাকার ছবি ফুটে উঠল নায়াগ্রা জলপ্রপাতে । এম ভারত নিউজ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা যুদ্ধে ভারতের পাশে হোয়াইট হাউস । এম ভারত নিউজ

করোনার যুদ্ধে এবার ভারতের পাশে এসে দাঁড়াল আমেরিকার হোয়াইট হাউস। পাঠানো হচ্ছে বিপুল অঙ্কের ত্রাণ সামগ্রী ।সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে হোয়াইট হাউসের তরফে ১০০ কোটিরও বেশি মূল্যের করোনার ত্রাণ সামগ্রী ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় পাঠানো হচ্ছে মেডিকেল সরঞ্জাম । ইতিমধ্যেই গতকাল রাতে ট্র্যাভিস এয়ার ফোর্স […]

Subscribe US Now

error: Content Protected