নিজস্ব সংবাদদাতা, হাওড়া : হাওড়ার ফুলেশ্বর ১১ এর ফটক সেতুতে ফুটপাত দখল করে মাছ ও সবজি বিক্রি করায় তীব্র যানজটে নাজেহাল হতে হয় উলুবেড়িয়া শহরের বাসিন্দাদের। তাই দীর্ঘদিন ধরেই মৎস্য বাজারের নতুন ভবনের দাবি তুলছিলেন বাসিন্দারা। সেই মত রবিবার ফুলেশ্বর ১১ ফটকের কিছুটা দূরে রাজ্য মৎস্য ও প্রানী দপ্তর ও উলুবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে মৎস্য বাজারের নতুন ভবনের উদ্বোধন করা হল উলুবেড়িয়ায়। নতুন ভবনটি ১২৭৫০ স্কোয়ার ফিটের দ্বিতল বিশিষ্ট। যার জন্য খরচ হয়েছে ২ কোটি ৪৪ লক্ষ টাকা। অত্যাধুনিক নতুন ভবনে স্টলের সংখ্যা রয়েছে মোট ১৩৩ টি।

বেশ কিছুদিন আগেই পৌরসভার তরফে স্বচ্ছতার লক্ষ্যে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেখানে জমা পড়ে ১৫০ জনের আবেদন পত্র। ১৫০ জন আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে ১৩৩ জনকে বাছাই করে হস্তান্তর করা হয় দোকান ঘর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি। ছিলেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়,উলুবেড়িয়ার পৌর প্রশাসক অভয় দাস সহ অন্যান্যরা।