ভোটের আগে নেতারা তাঁদের সম্পত্তির হিসেব হলফনামায় জারি করে|নেতা মন্ত্রীদের হিসেবি সম্পত্তির পাশাপাশি বেহিসাবী সম্পত্তিও থাকে| বেহিসাবী সম্পত্তির অর্থাৎ সম্পত্তির হিসেব না মেলায় এর আগে বহু নেতাদের আয়কর দফতর নোটিশ পাঠিয়েছে|সুতরাং, এ ঘটনা নতুন নয়| কিন্তু এবার আয়কর দফতর নোটিশ পাঠালো তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে|শুধু অনুব্রত মন্ডল নয়, শুক্রবার একইসঙ্গে তাঁর ৪ আত্মীয়কেও নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।আয়কর দফতর সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তির জন্যই এই নোটিশ দেওয়া হয়েছে। এবং আয়কর দফতরের নির্দেশ অনুযায়ী ১ সপ্তাহের মধ্যেই ওই নোটিসের উত্তর দিতে বলা হয়েছে।আয়কর দফতরের দাবি, ‘বীরভূমের এই তৃণমূল নেতার হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। সে ব্যাপারেই ৩০ এপ্রিলের মধ্যে অনুব্রত এবং তাঁর ওই ৪ আত্মীয়ের জবাব তলব করা হয়েছে।’ অনুব্রতর বেহিসাবী সম্পত্তি নিয়ে বিজেপির অনির্বাণের দাবি, অনুব্রতর দুই নিরাপত্তারক্ষীদের এক এক জনের নামে প্রচুর জমি রয়েছে বোলপুরের বিভিন্ন এলাকায়। এমনকি বোলপুরেই এঁদের নামে ২-৩টি করে বাড়ি রয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু শুক্রবার আয়কর দফতরের নোটিসে অবশ্য নিরাপত্তারক্ষীদের সম্পত্তির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি|
‘বেহিসেবী’ সম্পত্তির হিসাব চেয়ে অনুব্রতকে তলব আয়কর দফতরের । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 2 Second