‘বেহিসেবী’ সম্পত্তির হিসাব চেয়ে অনুব্রতকে তলব আয়কর দফতরের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 2 Second

ভোটের আগে নেতারা তাঁদের সম্পত্তির হিসেব হলফনামায় জারি করে|নেতা মন্ত্রীদের হিসেবি সম্পত্তির পাশাপাশি বেহিসাবী সম্পত্তিও থাকে| বেহিসাবী সম্পত্তির অর্থাৎ সম্পত্তির হিসেব না মেলায় এর আগে বহু নেতাদের আয়কর দফতর নোটিশ পাঠিয়েছে|সুতরাং, এ ঘটনা নতুন নয়| কিন্তু এবার আয়কর দফতর নোটিশ পাঠালো তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে|শুধু অনুব্রত মন্ডল নয়, শুক্রবার একইসঙ্গে তাঁর ৪ আত্মীয়কেও নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।আয়কর দফতর সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তির জন্যই এই নোটিশ দেওয়া হয়েছে। এবং আয়কর দফতরের নির্দেশ অনুযায়ী ১ সপ্তাহের মধ্যেই ওই নোটিসের উত্তর দিতে বলা হয়েছে।আয়কর দফতরের দাবি, ‘বীরভূমের এই তৃণমূল নেতার হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। সে ব্যাপারেই ৩০ এপ্রিলের মধ্যে অনুব্রত এবং তাঁর ওই ৪ আত্মীয়ের জবাব তলব করা হয়েছে।’ অনুব্রতর বেহিসাবী সম্পত্তি নিয়ে বিজেপির অনির্বাণের দাবি, অনুব্রতর দুই নিরাপত্তারক্ষীদের এক এক জনের নামে প্রচুর জমি রয়েছে বোলপুরের বিভিন্ন এলাকায়। এমনকি বোলপুরেই এঁদের নামে ২-৩টি করে বাড়ি রয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু শুক্রবার আয়কর দফতরের নোটিসে অবশ্য নিরাপত্তারক্ষীদের সম্পত্তির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহারাষ্ট্রের বিরারে হাসপাতালে আগুন, মৃত ১৩ । এম ভারত নিউজ

করোনা অতিমারীতে সারা দেশ জর্জরিত|রাজ্যের হাসপাতাল গুলিতে বেড এর অভাব, কোথাও ওষুধ নেই পর্যাপ্ত পরিমানে আবার কোথাও অক্সিজেনের ঘাটতি|এই সঙ্কটজনক পরিস্থিতিতে ঘটে গেল আরও এক দুর্ঘটনা| মহারাষ্ট্রের বিরারে একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা অন্তত ১৩ জন কোভিড রোগীর মৃত্যু হল। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ […]

Subscribe US Now

error: Content Protected