পরিস্থিতি ক্রমশ লাগামছাড়া হচ্ছে কাবুলের। গতকালই আশরফ ঘানির দেশ ত্যাগের পর কাবুলকে করায়ত্ত করেছে তালিবানরা। এক কথায় কাবুলের স্বায়ত্তশাসন চালানোর চেষ্টা করছে তালিবানরা। আর সেই পরিস্থিতিতে ভারতীয় রাষ্ট্রদূত এবং সরকারি কর্মচারীদের সেদেশে রাখা নিরাপদ বলে মনে করছেন না ভারত সরকার। তাই দ্রুত সেদেশে উপস্থিত ভারতীয় রাষ্ট্রদূত এবং সরকারি কর্মচারীদের দেশে ফেরানোর বিষয়ে তৎপরতা দেখাচ্ছে ভারত সরকার।প্রসঙ্গত উল্লেখ্য বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কাবুলে উপস্থিত ভারতীয় রাষ্ট্রদূত এবং অন্যান্য সরকারি কর্মচারীদের দেশে ফেরানোর বিষয়ে দ্রুত তৎপরতা দেখাচ্ছে সরকার।

এই প্রসঙ্গে এমইএ-র মুখপাত্র অরিন্দম বাকচি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ আফগানিস্তানের এই ভয়াবহ পরিস্থিতির কারণেই ভারতীয়দের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে কাবুলের উপস্থিত ভারতীয় কর্মীরা দ্রুত দেশে ফিরে আসবেন। ‘ এই প্রসঙ্গে তিনি আরও জানান ইতিমধ্যেই সি -১৭ বিমান পাঠিয়ে তাতে প্রায় ১২০ জন ভারতীয়দের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।