শক্তি বাড়াচ্ছে ভারতীয় বায়ুসেনা। নতুন করে দশটি রাফাল যুদ্ধবিমানের সংযোজন হতে চলেছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভাণ্ডারে। যার ফলে যুদ্ধ বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন তৈরি হবে বলে জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। তবে সেই স্কোয়াড্রনে কতগুলি যুদ্ধবিমান থাকতে চলেছে এবং সেই স্কোয়াডের কি নামকরণ হতে চলেছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি এখনো।
আগামী দু-তিন দিনের মধ্যেই তিনটি রাফাল ফাইটার ,ফ্রান্স থেকে সরাসরি ভারতে এসে পৌছবে। যদিও এখানেই শেষ নতুন ,৭ টি রাফেল সংযোজনের কথা জানানো হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই ভারতীয় যুদ্ধবিমান চালকেরা ফ্রান্সে পৌঁছেছেন যুদ্ধবিমান রাফেলের পরিচালনা রপ্ত করার জন্য আগামী দিনে তারা ফিরে এলেই ভারতীয় বায়ুসেনা আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে চলেছে।
বিশেষত পার্শ্ববর্তী শক্তিশালী দেশ চীনের সঙ্গে মোকাবিলায় চোখে চোখ রেখে দাঁড়াতেই নিজের সেনাবাহিনীকে সতর্ক করছেন সেনা আধিকারিকরা। ইতিমধ্যেই জানানো হয়েছে, পূর্ব এবং উত্তর-পূর্বে পড়শি চিনের বাড়বাড়ন্ত রুখতেই হাসিমারায় একটি স্কোয়াড্রন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় স্কোয়াড্রনটি রাখা হবে আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।নতুন সংযোজনগুলির ফলে ভারতে এই বিমানের সংখ্যা ২১ হয়ে যাবে। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা এগারটি রাসেল অন্তর্ভুক্ত হয়েছে যেগুলিকে আম্বালাতে এয়ারবেসে রাখা হয়েছে।