নয়া সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। দীর্ঘ ২৪ ঘন্টা গুলির লড়াই নিহত হল ৫ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার পুচালে গতকাল মধ্যরাত থেকেই চলতে শুরু করে গুলির লড়াই। আর সেখানেই তীব্র গুলির লড়াই প্রাণ হারায় জঙ্গিরা। জানা যায় গতকাল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের জরোডায় ১ ও রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশ ২ জঙ্গিকে নিকেশ করেছে ৷ কাশ্মীরের ইন্সপেক্টর জেলারেল অব পুলিশ বিজয় কুমার জানান,” পাঁচ জঙ্গির মধ্যে দু’জন লস্কর জঙ্গি এবং একজন হিজবুল কমান্ডার রয়েছে ৷”
প্রসঙ্গত উল্লেখ্য, এই ৮ জুলাই দিনটি জঙ্গী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে এক ঐতিহাসিক দিন। ২০১৬ র ৮ জুলাই কোকেরনাগে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি মারা গিয়েছিল। আর তারপর থেকে প্রতিবছরই এই দিনে জঙ্গী হামলার সম্ভাবনা নিয়েই হামলা চালানোর চেষ্টা করে জঙ্গিরা। তবে প্রতিবারই তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় ভারতীয় বীর জওয়ানরা। প্রসঙ্গত উল্লেখ্য ,গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের আত্মগোপনের এলাকায় পৌঁছে যায় ভারতীয় সেনা। আর সেই খবর পাওয়া মাত্র অতর্কিত গুলি চালাতে থাকে জঙ্গিরা। পরবর্তীতে তাঁদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলে, তা মানতে নারাজ হয় তাঁরা। শেষ পর্যন্ত দুই দলের ক্রমাগত গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাঁচ জঙ্গির।