তীরন্দাজিতে হার ভারতীয় পুরুষ দলের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

টোকিও অলিম্পিকের চতুর্থ দিনে তিরন্দাজিতে হতাশ করল ভারতীয় পুরুষ দল। কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই হার হল ভারতীয় পুরুষ দলের ৩ অনবদ্য খেলোয়াড়ের। কোরিয়ান টিম মহাশক্তিধর, খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে নেমেই ভারতীয় দলকে বিদায় নিতে হল টোকিও অলিম্পিক থেকে। ভারতীয় পুরুষ তীরন্দাজের মধ্যে তরুণদীপ রাই, অতনু দাস ও প্রবীণ যাদবের এই দলটি আশার আলো দেখিয়েছিলে ভারতকে। কাজাকিস্তানের বিরুদ্ধে এক অভিনব জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ভারতীয় এই দলটি। তবে কোরিয়ান টিমের সঙ্গে কোয়াটার ফাইনালে, কোরিয়ান তীরন্দাজরা ৬-০ হারিয়ে দিল অতনু-তরুণদীপ ও প্রবীণদের।

টোকিও অলিম্পিক শুরুর পর থেকেই প্রায় প্রতিদিনই ভালো-খারাপ মিশিয়ে চলছে ভারতীয় ক্রীড়াবিদদের প্রদর্শনী । তবে ভারতীয় তীরন্দাজদের কাছে একটি পদকের আশা রেখেছিল ভারত সরকার। তবে আজকের এই অভিনব ম্যাচে বিশ্বের শক্তিধর তীরন্দাজের দলটির কাছে হেরে যেতে হয় ভারতীয় তীরন্দাজদের। জানা যাচ্ছে আজকের এই ম্যাচে দক্ষিণ কোরিয়া কোয়ার্টারে ফেভারিট হয়েই নেমেছিল। তবে ভারতীয় দলের বিরুদ্ধে তাঁদের লড়াইটা সেভাবে করতে হল না । তার আগেই ভারতীয় দলকে নাস্তানাবুদ করতে সক্ষম হলেন তাঁরা। যদিও ভারতীয় দলের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো নিয়ে অনেকেই তাঁদের শুভকামনা জানিয়েছেন। এমনকি আজকের পরাজয় সত্ত্বেও তাদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইস্তফা দিতে চলেছেন, ইয়েদুরাপ্পা । এম ভারত নিউজ

জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিলেন ইয়েদুরাপ্পা। আজই নিজের পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন ,”আমি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি, আজ দুপুরের মধ্যাহ্নভোজনের পরে আমি রাজ্যপালের সঙ্গে দেখা করব। ” জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেও আগামী দিনে কর্নাটকে বিজেপি সরকারের পথপ্রদর্শক হিসেবে কাজ করতে চলেছেন […]
politics_317

Subscribe US Now

error: Content Protected