ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠল উত্তরবঙ্গ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 8 Second

ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠল উত্তরবঙ্গবাসী। বুধবার সাতসকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। জলপাইগুড়িতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের তুয়া থেকে ৭১ কিলোমিটার দূরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল আসামের গোয়ালপাড়া। দার্জিলিং ,কোচবিহার এবং জলপাইগুড়ির পাশাপাশি এই ভূমিকম্প অনুভব করেন উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষ। ভূ-বিশেষজ্ঞরা জানিয়েছেন মাটি থেকে ১৪ কিলোমিটার নিচে অবস্থান করেছিল এই ভূমিকম্পের কেন্দ্র বিন্দু । ভারত ,বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় এই ভূমিকম্প। আজ সকালে ঘুম থেকে উঠে কেপে ওঠে পায়ের তলার মাটি। যার ফলে স্বভাবতই আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। জানা যায় এই ভূমিকম্পের ফলে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে রাজ্যে বিভিন্ন প্রান্তের মানুষ এই ভূমিকম্পের হালকা কম্পন অনুভব করেন।

প্রসঙ্গত উল্লেখ্য গত কিছুদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী । তারপরে গত দুদিন আগে ফের ভূমিকম্পে কেঁপে ওঠে হারিয়ানা। হরিয়ানাতে হওয়া এই ভূমিকম্প অনুভূত করেন রাজধানীর মানুষও। যদিও এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে খুব উঁচুতে না উঠতে পারলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নন্দীগ্রাম মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা হল মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

নন্দীগ্রাম মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা হল মুখ্যমন্ত্রীর।এই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নন্দীগ্রাম মামলায় বিচারপতি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। তবে বিজেপির সঙ্গে আভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বিচারপতি কৌশিক চন্দ্রের! এমনই অভিযোগ তোলে রাজ্য তৃণমূল। যদিও পরবর্তীতে এই মামলা থেকে সরে যান বিচারপতি […]
politics_901

Subscribe US Now

error: Content Protected