হাইকোর্টের সিদ্ধান্তকেই মান্যতা দিল স্কুল সার্ভিস মিশন । জানা যাচ্ছে আজ থেকে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রসঙ্গত উল্লেখ্য উচ্চ প্রাথমিকে এবারের মোট শূন্যপদের সংখ্যা ১৪ হাজার ৩৩৯টি। যদিও হাইকোর্টে তরফ থেকে কড়া নির্দেশ জারি করার পরই গত ৯ জুলাই ইন্টারভিউয়ের জন্য ১৫ হাজার ৪০৬ জনের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউ সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এমনকি ইন্টারভিউয়ে ইন্টিমেশন লেটার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

জানা যাচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীদের নাম ওই তালিকার অন্তর্গত হয়েছে তাঁরা তাঁদের অ্যাপ্লিকেশন আইডি অথবা রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে প্রার্থীরা ইন্টারভিউয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। এই সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তরের জন্য প্রদত্ত হেল্পলাইন নাম্বারে ফোন করে সমস্ত তথ্য পেতে পারেন পরীক্ষার্থীরা। ৯০৫১১৭৬৪০০, ৯০৫১১৭৬৫০০, ৯৮৩০৪৫৪২১৮ এবং ৯৮৩০৪৫৪২১৯ নম্বরে ফোন করে সমস্ত তথ্য বিশদে জানতে পারবেন প্রত্যেক পরীক্ষার্থীরা।