সোমবার রাত থেকেই বাধ্যতামুলক হয়ে গেল ‘ফাস্টট্যাগ’ । ১লা জানুয়ারি থেকে চালু হওয়ার কথা ছিল এই নয়া নিয়মের তবে ঘোষণার সঙ্গে সঙ্গেই কিছুদিনের সময় চেয়ে নিয়েছিলেন বিভিন্ন পরিবহণ সংগঠনগুলি । আর সেই মোতাবেক আজ থেকেই কঠোরভাবে মানা হচ্ছে এই নিয়ম । কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি জানিয়েছিলেন, টোল প্লাজায় নগদ লেনদেন কার্যত বন্ধ করাই তাঁদের লক্ষ্য। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, মাল্টি লেনে নগদে টোল মেটানোর যে সুযোগ ছিল তা বন্ধ হচ্ছে। FASTag না-থাকলে এই পেমেন্ট করা যাবে না। এর পরে যে সব গাড়িতে FASTag থাকবে না, তাদের টোল প্লাজায় প্রায় দ্বিগুণ জরিমানা দিতে হবে। আর তা হলে টোল প্লাজা থেকে FASTag স্টিকার কিনে গাড়িতে লাগাতে হবে। গাড়ির উপচে পড়া জ্যাম রোধ করতেই এই আইন । তবে, বেশ কিছুদিন জ্যাম কমার বদলে বাড়বে বলেই আশংকা । গতকাল রাত থকে তাই চেনা ছবির উল্টোটাই চোখে পড়ছে । উপছে পড়েছে গাড়ির ভিড় ।
