কোভিড বিধি শিকেয় তুলে হরিদ্বারে চলছে কুম্ভমেলা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 3 Second

দেশ জুড়ে কোভিড গ্রাফ ঊর্দ্ধমুখী, উদ্বিগ্ন গোটা দেশ|এই আশঙ্কাজনক অবস্থার মধ্যেই উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলায় ধরা পড়ল অন্য রকম চিত্র। সেখানে কাতারে কাতারে পুণ্যার্থী শাহি স্নানের জন্য হাজির হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, সামাজিক দূরত্ব তো দূর অস্ত্ বহু পুণ্যার্থীর মুখে মাস্ক পর্যন্ত নেই। কুম্ভমেলার এই জমায়েত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা| লক্ষ লক্ষ পুণ্যার্থী সামাজিক দূরত্ব বিধি না মেনে, মুখে মাস্ক না পরে ঘেঁষাঘেষি ভাবে গঙ্গার তীরে হাজির হয়েছেন শাহি স্নানের জন্য । তবে পুণ্যার্থীদের অনেকের দাবি, কোভিড নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন। কারণ উত্তরাখণ্ডে ঢুকতে হলে পুণ্যার্থীদের কোভিড নেগেটিভ হতেই হবে বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

প্রতি ১২ বছর অন্তর এই কুম্ভমেলা হয় এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী শাহি স্নানের জন্য আসেন এই হরিদ্বারে। কিন্তু এ বারে পরিস্থিতি অন্যরকম, করোনার দ্বিতীয় ঢেউ চলছে।প্রশাসনের তরফ থেকে গঙ্গার সমস্ত ঘাটে কোরোনা বিধি মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছে । স্বাস্থ্য বিশেষজ্ঞরা বড় জমায়েত এড়াতে আহ্বান জানিয়েছেন। কিন্তু পুণ্যার্থীদের অনেকেই বলছেন, বাস্তবে এটা সম্ভব নয়। মেলার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক এস কে গুঞ্জল জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কোভিড বিধি যাতে কঠোর ভাবে মেনে চলা হয়, সে দিকটা নজর রাখা হচ্ছে। হরিদ্বারে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শহরের সক্রিয় রোগীর সংখ্যা এবং দৈনিক সংক্রমণ এক সপ্তাহের মধ্যে ১০০ শতাংশ বেড়েছে। গত ৬ এপ্রিল উত্তরপ্রদেশে আক্রান্তের ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। তার পর থেকে সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৫৩। মার্চের শেষে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৮৪৮।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলায় এসে গণপিটুনিতে প্রাণ হারালেন বিহারের পুলিশ আধিকারিক । এম ভারত নিউজ

বঙ্গে এসেছিলেন দুষ্কৃতীর খোঁজে, এসেই গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন বিহারের পুলিশ আধিকারিক।ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছিলেন মা। শেষে মা ও প্রাণ হারালেন। রবিবার মা-ছেলের একই সঙ্গে শেষকৃত্য হল হৃদয়বিদারক এই ঘটনাকেই এবার বিজেপি বাংলায় প্রচারের হাতিয়ার করল।পূর্ব বর্ধমানের তালিত ময়দানের সভা থেকে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| […]

Subscribe US Now

error: Content Protected