Read Time:53 Second
২৩ শে মে’র পর শেষ চমকটা দেখা যাবে। শনিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন অমিত শাহ যে রাজ্য সফরে না আসা প্রসঙ্গে বলেন, অমিত শাহ আসছেন না সেটা জানানো হয়েছে। সেজন্য আজকের সমস্ত কর্মসূচি বদল হয়েছে। তবে রবিবার ডুমুরজোলাতে জনসভা হচ্ছেই। কিন্তু ওইদিনের যোগদান মেলায় কোন কেন্দ্রীয় নেতা আসছেন তা এখনই বলা যাচ্ছে না।

একইসঙ্গে দিলীপ বলেন, যখনই এধরনের যোগদান অনুষ্ঠান হবে তখনই চমক হবে। সেজন্য অপেক্ষা করুন সবকিছু আসতে আসতে প্রকাশ্যে আসবে।