দীর্ঘ সংগ্রামের পরে না ফেরার দেশে চলে গেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুলতান সিং। একসময় রাজ্যের দাপুটে আইপিএস অফিসারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তাঁর দায়িত্বের বিষয়ে কর্তব্যপরায়ণতা দেখার মত ছিল। জানা যায় আইপিএল হিসেবে অবসর গ্রহণ করার পরে রাজনীতিতে যোগদান করেন তিনি। তারপর লোকসভা ভোটে কংগ্রেসের তরফ থেকে টিকিট পেয়ে হাওড়ায় ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও সেখানে জয়লাভ করতে পারেনি। পরবর্তীতে দলবদল করে যোগদান করেন তৃণমূলে এবং ২০১১ বিধানসভা ভোটে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে তাঁকে ভূতল পরিবহণ নিগমের চেয়ারম্যান পদে বহাল করা হয়েছিল। তারপর আর ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তাঁকে টিকিট দেওয়া না হলেও হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সদস্য পদে ছিলেন তিনি।
পরবর্তীতে শারীরিক অসুস্থতার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ান এই প্রাক্তন আইপিএস অফিসার। জানা যায় এক জটিল ক্যান্সারে ভুগছিলেন এই প্রাক্তন বিধায়ক। আজই একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল থেকে সল্টলেকের বাড়িতে নিয়ে আসা হলে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।