না ফেরার দেশে চলে গেলেন, অলিম্পিকে দুবার স্বর্ণপদক জয়ী কেশব চন্দ্র দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আজ দুপুর ১২:৩০ নাগাদ মহানগরীর সন্তোষপুরে নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায় ভারতীয় হকির স্বর্ণযুগের এক অভিনব খেলোয়াড় রূপে পরিচিত ছিলেন এই কিংবদন্তি বর্ষীয়ান খেলোয়াড়। ১৯৪৮ সালে ব্রিটেনের বিরুদ্ধে অলিম্পিকে হাফব্যাক হিসেবে এক দুর্দান্ত ক্রীড়া প্রদর্শন করেছিলেন তিনি। জানা যায় ওই ম্যাচে ব্রিটেনকে ৪-০ গোলে হারিয়েছিল ভারতীয় দল।১৯৪৮ লন্ডন অলিম্পিকে ভারতের সোনা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ১৯৫২ সালে হেলসিনকি অলিম্পিকে তিনি আরও একবার সোনা এনে দিয়েছেন ভারতকে।
প্রসঙ্গত উল্লেখ্য বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় কিংবদন্তি এই খেলোয়াড়ের ।ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’হকির দুনিয়ায় তিনি একজন কিংবদন্তি ছিলেন। ওনার প্রয়াণে আমরা ব্যাথিত। ১৯৪৮ আর ১৯৫২ সালে অলিম্পিক্সে সোনা জয়ে ওনার বিশেষ অবদান ছিল। তিনি ভারত তথা বাংলার চ্যাম্পিয়ন ছিলেন।’’